ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ফরিদগঞ্জে ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ১১:১০ পিএম


loading/img
ছবি: আরটিভি

চাঁদপুরের ফরিদগঞ্জে আরও তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। 

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উচ্চ আদালতের এর রিট পিটিশন নং এর চূড়ান্ত আদেশের নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মেসার্স নুরুল আলম ব্রিকস, মেসার্স তালুকদার ব্রিকস ও মেসার্স জিদনী নুসরাত ব্রিকস এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ইটভাটাগুলো এক্সকেভেটরের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সাহায্যে ইটভাটার চিমনির আগুন নিভিয়ে দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও অন্যান্য কর্মচারীরা।

বিজ্ঞাপন

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স এবং ইটভাটার অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এর আগেও দুটি অভিযানে ফরিদগঞ্জ উপজেলার ছয়টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |