ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০৭:০৭ পিএম


loading/img

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. কামরুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টায় দেশটির ফ্রি স্ট্রিট প্রভিন্সের ভেপেনার শহরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ওসি মো. লুৎফর রহমান।

নিহত কামরুল ইসলাম ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমউল্ল্যাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নিহত কামরুল প্রায় ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। দুই ভাই তিন বোনের মধ্যে কামরুল মেজো। সেখানে প্রথমে অন্যের দোকানে চাকরি করেন তিনি। পরে নিজেই দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী তার দোকানে ঢুকে দোকানের ক্যাশ থেকে টাকা পয়সা সব নিয়ে যায়। একপর্যায়ে আরও বেশি টাকার জন্য কামরুলের দোকানের সামনে থাকা গাড়ির কাছে তাকে নিয়ে যায়। গাড়ি চেক করে কিছু না পেয়ে কামরুলের পেটে গুলি করে তাকে সেখানে ফেলে চলে যায়। পরে স্থানীয় বাংলাদেশিরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কামরুলের ভাই কামরুজ্জামান বলেন, আমার ভাই দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকা প্রবাসী। এই বছর আমার ভাই দেশে আসবে বিয়ে করবে আমরা ভাইয়ের জন্য মেয়ে দেখতেছিলাম। কি থেকে কি হয়ে গেল।

বিজ্ঞাপন

মা ফেরদৌস আরা বেগম ছেলের শোকে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন।

দাগনভূঞা থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, লোকমুখে নিহতের মৃত্যুর সংবাদ পেয়েছি।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |