ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

শরীয়তপুরে স্কুলছাত্রের হাত ভেঙে দিলেন আ.লীগ নেতা

আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৭:০৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় বাসচাপায় যুবকের মৃত্যুর ঘটনায় বাস আটক করায় স্কুলছাত্রের হাত ভেঙে দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এ সময় হামলায় আরও একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুলশিক্ষার্থীর নাম হুমায়ন বেপারী (১৬)। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ।

বিজ্ঞাপন

আহত হুমায়ন বেপারী দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুলের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী। এছাড়া অপর আহত ব্যক্তি হলেন দেলোয়ার বেপারী। 

এ দিকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম রুবেল বেপারী। তিনি শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মিয়ার অনুসারী।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলার কুন্ডেরচর এলাকার বাসিন্দা ও জাজিরা পুরাতন বাজারের কাপড় ব্যবসায়ী শাকিল মল্লিক নামের এক ব্যক্তি ব্যবসায়িক কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে জাজিরার টিএন্ডটি মোড় এলাকা হতে মোটরসাইকেল যোগে নাওডোবা যাচ্ছিলেন। এ সময় পথে গনির মোড় এলাকায় পৌঁছালে শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বেপরোয়া বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা কাজিরহাট বাসস্ট্যান্ড এলাকায় ঘাতক বাসটি আটক করে। 

বিজ্ঞাপন

স্থানীয়রা আরও জানান, আটক করার পরে স্থানীয় আ.লীগ নেতা ও বাস মালিক সমিতির সদস্য রুবেল বেপারী ঘটনাস্থলে আসেন এবং বিক্ষুব্ধ জনতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বিক্ষুব্ধ জনতার ওপর অতর্কিত হামলা চালান। তারা প্রাইভেট পড়তে যাওয়ার সময় হামলায় হুমায়নের ওপরও হামলা চালায়। এতে তার একটি হাত ভেঙে যায় ও শরীরের বিভিন্ন যায়গায় আঘাত লাগে। পাশাপাশি স্থানীয় দেলোয়ারও তাদের হামলায় আহত হন।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রুবেল বেপারী তার লোকজন ডেকে এনে স্থানীয়দের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালাচ্ছেন।

এ বিষয়ে এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বলেন, আমি প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় একটি বাস আটক অবস্থায় দেখি। রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা রুবেল বেপারী ও তার সন্ত্রাসী বাহিনী আমার ওপর অতর্কিত হামলা চালান। এতে আমার বাম হাত ভেঙে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হই। সামনে আমার এসএসসি পরীক্ষা। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী নেতা রুবেল বেপারী বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। উল্টো তারা আমাকে মারধর করেছে।

জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |