ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঈদের জামাত শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৭:১০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় ঈদের জামাত শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসাইন।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয় লোকজনের সঙ্গে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাব্বির (২৪) নামে বিএনপির এক কর্মী আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মীরা আবারও সংঘবদ্ধ হয়ে বিএনপির কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়তে থাকে। এতে সুজাত নামে বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হোন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, দুই যুবক ঈদগাহ মাঠে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন, এ রকমটা জানতে পেরেছি আমরা। তবে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি রাজনৈতিক সংঘর্ষ, তা যাচাই-বাছাই করছি আমরা। মারামারিতে সম্পৃক্ত ছিলেন, এমন ৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ, ডিবি পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা আছেন।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |