নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম হাবিবুর রহমান (২৫)।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিয়ার কাজিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান একই গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার জানায়, সকালে হাবিবুর নিজবাড়িতে সাবমারসিবল মোটরের বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সাবমারসিবল মোটরের বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পরিবার জানিয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে।
আরটিভি/এমকে-টি