ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আমরা একটি দানবিক সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি: দুদু

আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৫:৩৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

আমরা একটি দানবিক সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) বিকেলে দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের একটি রিসোর্টে জেলা বিএনপির যৌথ সভায় এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, এখনও আমাদের লড়াই শেষ হয়নি। যতদিন আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারব, ততদিন বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা একটি দানবিক সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি। যে সরকার দেশ এবং দেশের সংবিধানকে তছনছ করেছে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে নির্বাচনে মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা নির্বাচনের নির্ধারিত রোড ম্যাপ দেখতে চাই। রোড ম্যাপ হলেই প্রার্থী ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। তখন বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে। ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেছে এবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |