ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তাসিনের

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৬:৪৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই স্কুলছাত্রের নাম তাসিন উদ্দিন (১৫)।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান এলাকায় মারা যায় সে।

জানা যায়, নিহত তাসিন ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ফেনী সদর ইউনিয়নের বাশুড়া গ্রামের প্রবাসী জাফর মিয়ার ছেলে সে। পড়ালেখার সুবিধার্থে তাসিন কিসমত বিজয়পুরে মামার বাড়িতে থাকতো।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টায় প্রাইভেট পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল তাসিন। পরশুরাম থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‍আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |