ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মগডালে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলেন ফায়ার সার্ভিসের কর্মীরা

আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ১১:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে মগডালে উঠে অজ্ঞান হয়ে আটকে পড়েন সাহিনুর মোল্লা (৩৫) নামে এক যুবক। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা নামিয়ে আনেন। শনিবার রাতে নাজিরপুরের শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রোববার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহাইব হোসেন মুন্সি।

জানা যায়, সাহিনুর মোল্লা একই এলাকার মালেক মোল্লার ছেলে। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বাড়ির পেছনের একটি নারিকেল গাছে উঠেন সাহিনুর। এ সময় বাড়ির লোকজন তাকে বাধা দেন। কিন্তু তিনি কারও কথা না শুনে নারিকেল গাছ থেকে পাশের একটি রেইনট্রি গাছের মগডালে চড়েন। সেখানে কিছুক্ষণ বসে থাকার পরে অজ্ঞান হয়ে যান। সেখানে একটি চিকন ডালে আটকে থাকেন অজ্ঞান অবস্থায়। 

পরে পরিবারের লোকজন ফায়ার সাভির্সকে খবর দিলে একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টায় গভীর রাতে সাহিনুরকে উদ্ধার করেন।   

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহাইব হোসেন মুন্সি বলেন, স্থানীয়দের ফোনে শনিবার রাতে সেখানে যাই। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |