ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নাটোরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১২:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর জুঁই (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পাবনা সীমান্তবর্তী গাড়ফা গ্রামের একটি ভুট্টার জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

জুঁই বড়াইগ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাড়ি থেকে খেলার জন্য বের হয় জুঁই। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজি করে মঙ্গলবার সকালে পাবনার চাটমোহর উপজেলার নাটোর-পাবনা সীমান্তবর্তী একটি ভুট্টাখেতে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মৃত শিশুটির বাড়ি আমাদের থানার আওতায় হলেও মরদেহটি পাওয়া গেছে সীমান্তবর্তী এলাকায়। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তা জানার জন্য তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |