ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ০৮:২৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় ডাকাতিকালে স্থানীয় জনগণের সহায়তায় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক, তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার মো. ইউসুফ (৪০) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়ন নতুন সুখচরের বাসিন্দা।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে হাতিয়ার জাহাজমারা নতুন সুজ্জরের বাসিন্দা মোশাররফ হোসেনের বাড়িতে একদল ডাকাত আক্রমণ করে। স্থানীয় জনগণ কোস্ট গার্ডকে অবহিত করলে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি টিম অতিদ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় একজন ডাকাতকে তিনটি দেশীয় অস্ত্রসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের বাড়ি থেকে আরও ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

কোস্টগার্ড আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রসহ আটক ইউসুফকে ডাকাতের হাতিয়া খানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন অঞ্চল সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |