ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নির্বাচন নিয়ে টালবাহানার ফল ভালো হবে না: সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০৮:৩৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

নির্বাচন নিয়ে টালবাহানার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিজ্ঞাপন

শুক্রবার (২ মে) বিকেলে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ডে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিক দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটাই স্বাভাবিক। এ নিয়মের যারা ব্যত্যয় ঘটাতে চান, গণতন্ত্র যারা বিপন্ন করতে চান, নির্বাচন নিয়ে যারা টালবাহানা করেন তাদের উদ্দেশ্যে বলছি, দ্রুত জনগণের অধিকার জনগণের কাছে ফেরত দিতে হবে। জনগণ যদি তাদের অধিকার আদায়ে রাস্তায় নামে তাহলে ফল ভালো হবে না। 

বিজ্ঞাপন

তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এ দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো ইনশা আল্লাহ। 

টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন। তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নিজেকে একজন শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন স্বাচ্ছন্দ্যবোধ করতেন। আমাদের নেতা তারেক রহমান সব সময় বলে থাকেন শ্রমিকরা উন্নয়নের চাবিকাঠি। 

টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, সহসাংগঠনিক সম্পাদক মমিনুল হক নিক্সন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য আবদুল্লাহ কাফী শাহেদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান টিটন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল, শহর যুবদলের সভাপতি রাসেদ খান সোহাগসহ জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |