ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বোমা ফাটিয়ে পালিয়ে গেল ডাকাতদল

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০৪ মে ২০২৫ , ১২:৩৩ পিএম


loading/img
সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনীর পাকুড়িয়া-খড়মপুর সড়কে রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) রাত ১০টার দিকের এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

ডাকাতির শিকার পাকুড়িয়া গ্রামের ব্যবসায়ী সবুজ রানা জানান, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে পার্শ্ববর্তী খড়মপুর গ্রামের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তিনি। দুই গ্রামের মাঝের মাঠের পাকা সড়কে কলাগাছ ফেলে তার গতিরোধ করে ডাকাতরা। দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় আরও কয়েকজন পথচারীর কাছ থেকে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, খড়মপুর গ্রামের মানুষ বিষয়টি টের পেয়ে দলবদ্ধভাবে এগিয়ে গেলে ডাকাতরা ফাঁকা জায়গায় দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল গণমাধ্যমকে জানান, রাতে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে। ডাকাতদের চিহ্নিত করে আটকের চেষ্টায় মাঠে নেমেছে পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |