ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ০৭:০৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের সড়কে মাটিবোঝাই স্যালোইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় মোস্তাফিজুর রহমান নামের এক শিশু এবং তেরাইল নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কামারখালি-সিন্দুরকোটা ব্রিজের পাশ দিয়ে বাইসাইকেলযোগে বামন্দীর দিকে যাচ্ছিল শিশু মোস্তাফিজুর রহমান। এ সময় বিপরীত দিক থেকে আসা মাটি বহনকারী একটি ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

এদিকে বিকেল ৪টার দিকে হিন্দা গ্রামের সোহাগ হোসেন কাজিপুর গ্রামের তারিক হোসেনের মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন। তেরাইল নামক স্থানে আমজাদ হোসেন নামের এক মোটরসাইকেল চালককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহাগ, তারিক ও আমজাদ হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় তারিক ও সোহাগকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় স্বজনরা। সাড়ে চারটার দিকে কুষ্টিয়া পৌঁছানোর আগেই সোহাগের মৃত্যু হয়। 

দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। 

এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের সাপেক্ষে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |