ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ০৯:১৬ পিএম


loading/img
সংগৃহীত ছবি

রাঙ্গামাটির লংগদুতে পাঁচ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। তিনি উপজেলা গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকায় একজন দোকানদার ছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ১টার দিকে এ ঘটনা ঘটে। 

ভিকটিমের বাবা জানায়, দুপুরে মেয়েকে বিস্কুট আনার জন্য দোকানে পাঠাই। মেয়ে আসতে দেরি হয়েছে জানতে চাইলে সে প্রথমে স্বীকার করেনি, পরে আমি আর আমার স্ত্রী দেখি মেয়ের পায়জামা ভেজা। ভালো করে জিজ্ঞেস করলে মেয়ে স্বীকার করে বলে, দোকানে গেলে মেয়েকে চকলেট দিবে বলে তাকে দোকানের ভিতরে নিয়ে যায়। পরে এক ধরণের তৈল ব্যবহার করে খারাপ কাজ করে।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য খোকন জানান, ঘটনার সত্যতা মিলেছে। আমরা মেয়েকে জিজ্ঞেসাবাদ করেছি আমাদের সঙ্গে তেমন কিছু বলেনি। তবে সাথে সাথে পুলিশ এসেছে পুলিশ বিষয়টি দেখেছেন প্রথমত আলামত মিলেছে।  

লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে আলামত নিশ্চিত করে ধর্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।


আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |