ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

হাসিনার পক্ষে স্কুলে স্লোগান, প্রধান শিক্ষককে শোকজ

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০২:৫০ পিএম


loading/img
সংগৃহীত ছবি

স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের স্লোগান দেওয়ার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার এ ঘটনার ব্যাখ্যা চেয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনির আহমেদকে শোকজ করেছেন বাগমারা উচ্চবিদ্যালয়ের সভাপতি ও লালমাই উপজেলার ইউএনও হিমাদ্রী খীসা।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) এ ভিডিওর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাগমারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ।

তিনি বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি বুধবারের নয়। সম্ভবত আরও আগের। ইউএনও বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। তবে শোকজ নোটিশের কপি আমি এখনও পাইনি।

বিজ্ঞাপন

সেই ভিডিওতে দেখা যায়, বাগমারা উচ্চবিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী জয় বাংলা ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। একপর্যায়ে শিক্ষার্থীরা নিচতলায় অবস্থিত প্রধান শিক্ষকের অফিসের সামনে দাঁড়িয়েও ‘শেখ হাসিনা, শেখ হাসিনা ’বলে স্লোগান দেয়। স্লোগানের সময় শিক্ষার্থীদের পরনে স্কুলড্রেস ও কাঁধে স্কুল ব্যাগ ছিল।

এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর প্রধান শিক্ষককে তার বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী ঘটনার কারণ সম্পর্কে যথাযথ ব্যাখ্যা প্রদানের জন্য শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |