ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১১ মে ২০২৫ , ১০:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন আলম (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১১ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাদাঘাট বাজারের দারুল ইসলাম মডেল মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

শাহীন আলম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ও উত্তর বড়দল ইউনিয়নে জামতলা (ফকির নগর) গ্রামের সাজিনুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, শাহীন আলম রোববার সকাল ৯টায় মাদরাসায় আসে।  সকাল ১০টা ৪০ মিনিটে মাদরাসার ভেতরে থাকা বাথরুমে যায়। এ সময় বাথরুমে থাকা পানির মোটরের লাইনে বিদ্যুৎতায়িত হয়ে পড়ে সে। এতে তার হাত, পা, কপাল ও শরীরে বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। বাথরুম থেকে বের হতে দেরি হওয়ায় ডাকাডাকি করে সাড়া না দিলে বাথরুমের দরজার ওপরের ফাঁকা জায়গা দিয়ে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

দারুল ইসলাম মডেল মাদরাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাকিব বলেন, শাহীন আলম বাথরুমে গিয়ে কীভাবে যেন বিদ্যুৎতায়িত হয়ে  ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি আমাদের জন্য অনেক কষ্টকর। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |