ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

পলাতক পিরোজপুরের যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৬:৩৭ পিএম


loading/img
যুবলীগ নেতা নাসির হাওলাদার। ছবি : সংগৃহীত

পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও পলাতক যুবলীগ নেতা নাসির হাওলাদারকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ভাঙা প্রেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্থানীয় থানা পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
 
তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে দায়ের করা মামলায় নাসির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৭ এপ্রিল পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
 
ওসি আরও বলেন, মামলার রিকুইজিশন যাত্রাবাড়ী থানায় পাঠানো হলে সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে পিরোজপুর থানায় হস্তান্তর করে। একই মামলায় এর আগেই নাসিরের মামা ও কৃষকলীগের পিরোজপুর জেলা সভাপতি চান মিয়া মাঝিকে গ্রেপ্তার করা হয়েছিল।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |