নিষিদ্ধ ঘোষিত সংগঠন শরীয়তপুর গোসাইরহাটের নলমূড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন ফকিরকে (৩৫) আটকের পর পুলিশে দেওয়া হয়েছে।
সোমবার (১২ মে) বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে হাটুরিয়া ফাঁড়ির পুলিশের কাছে দেওয়া হয়। সোমবার বিকালে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক হুমায়ুন ফকির নলমূড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি উপজেলার নলমূড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের কাশেম ফকিরের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা হুমায়ুন ফকিরের বিরুদ্ধে ২০১৮ সালে ১১তম জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ২৪ নভেম্বর বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মিয়া নুরউদ্দিন অপুর সমর্থকের মিছিলে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া ৫ আগস্ট পটপরিবর্তন হওয়ায় আওয়ামী লীগের বিভিন্ন নেতা পলাতক থাকলেও হুমায়ুন এলাকায় ছিলেন। পরে সোমবার বিকেলে হাটুরিয়া লঞ্চঘাট এলাকার আশপাশে ঘোরাফেরা করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনতে পেরে আটক করে এবং হাটুরিয়া ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে হাটুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব জানান, স্থানীয়রা ছাত্রলীগ নেতা হুমায়ুন ফকিরকে দেখে আমাদেরকে খবর দেয় পরে আমরা আটক করে গোসাইরহাট থানায় সোপর্দ করি।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম জানান, হুমায়ুন ফকিরকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ/এআর