চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অংশ নেন ১২ থেকে ১৫ জন। মিছিলটি মাত্র ৩ থেকে ৪ মিনিট স্থায়ী ছিল।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় এ মিছিল করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’- এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করে।
মিছিলের নেতৃত্বে ছিলেন ফয়সাল নামে এক ছাত্রলীগ নেতা। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে। গত ১১ ফেব্রুয়ারি মোহাম্মদ নুর পুলিশের অভিযানে গ্রেপ্তার হন।
ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালায়। এতে ফারহান (২২) নামের একজনসহ তিন জনকে আটক করা হয়। ফারহান সদ্য গ্রেপ্তার হওয়া আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে। তবে বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলমান আছে।
আরটিভি/এএএ/এস