ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ০৫:৩৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত।

দুবাইয়ে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মো. বাবু নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  

বিজ্ঞাপন

সোমবার (২৭ মে) সকালে ড্রিল মেশিন চালানোর সময় শর্টসার্কিট থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

নিহত মো. বাবু উপজেলার বাবু নগর এলাকার মৃত মো. জমিলের ছেলে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

নিহত বাবুর শৈশব কেটেছে নানার বাড়িতে। তার নানার নাম মো. সোলেয়মান এবং মামার নাম মো. কামাল। গোপাল ঘাটা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নেছারুল হক মেব্বারের বাড়ি তাদের পারিবারিক ঠিকানা হিসেবে পরিচিত। পরবর্তীতে তিনি নিজ বাড়ি বাবুনগরে বসবাস শুরু করেন। পরিবারের দুই ভাইয়ের মধ্যে বাবু ছিলেন বড়। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |