ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

‘ঈশা খাঁ’-এর দাম হাঁকানো হচ্ছে ১৫ লাখ

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ১২:৩০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি গ্রামের কৃষক শামছুল আলম খাইরুল তার পোষা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ষাঁড়টির নাম রেখেছেন ‘ঈশা খাঁ’।

বিজ্ঞাপন

প্রায় ৩০ মাস ধরে পরিবারের সদস্যের মতো লালনপালন করা এই ষাঁড়টির ওজন এখন প্রায় দেড় টন। লম্বায় ৮ ফুট ১ ইঞ্চি আর উচ্চতায় ৫ ফুট ৪ ইঞ্চি। প্রতিদিন খাওয়ানো হয় প্রায় ২০ কেজি খাবার।

খামারি খাইরুল জানান, সাত দিন বয়সে মা গরুর সঙ্গে তার বাড়িতে আসে ঈশা খাঁ। পরে মা গরুটি বিক্রি করে দিলেও শখ করে রেখে দেন বাচ্চাটিকে। ছোটবেলা থেকেই গরুটির আচরণ ছিল প্রতিবাদী আর দাপুটে, সে কারণেই নাম রাখা হয় ঈশা খাঁর নামে। 

বিজ্ঞাপন

গরুটির বাজার মূল্য ধরা হচ্ছে ১২ থেকে ১৫ লাখ টাকা। তবে ঈশা খাঁর রাগী স্বভাব ও বিশাল আকৃতির কারণে হাটে নিতে সাহস পাচ্ছেন না খাইরুল। ফলে আগ্রহী ক্রেতারা বাড়িতেই এসে দরদাম করছেন। ঈশা খাঁকে একনজর দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের মানুষ।

বিক্রির কথা উঠলেই খাইরুলের কণ্ঠে ঝরে পড়ে মায়ার সুর। চাহিদামতো দাম পেলে বিক্রি করব ঠিকই, বললেন তিনি, তবে এই সন্তানের মতো গরুটিকে ছেড়ে দিতে মন তো চায় না।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |