গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে গেছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে তিনটার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় রিয়াজ সরকার সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে।
রাতের ওই সময়ে রিয়াজ সুপার সরকার সুপার মার্কেটে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের সবগুলো দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওইসব দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ৭টি দোকানের মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরটিভি/এএএ/এস