ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিড়াল খুঁজে পেতে মালিকের মাইকিং, ৩ দিন পর মিলল সন্ধান

আরটিভি নিউজ

রোববার, ০১ জুন ২০২৫ , ০১:১৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

পার্শিয়ান জাতের সাদা রঙের একটি বিড়াল এক বছর ধরে লালন-পালন করছিলেন ‎পিরোজপুর সদর উপজেলার ইয়াসিন আহমেদ সজীব নামে এক যুবক। তিনি আদর করে বিড়ালটির নাম রেখেছিলেন ফ্লোপি। গত ২৮ মে দুপুরে পিরোজপুর পৌরসভার বলাকা ক্লাব এলাকার নিজ বাসা থেকে বিড়ালটি হারিয়ে ফেলেন ওই যুবক। এরপর থেকে বিড়ালটি খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করে এলাকাজুড়ে মাইকিং করতে থাকেন তিনি। বিড়াল হারিয়ে যাওয়ায় মাইকিংয়ের এ ব্যতিক্রমি ঘটনাটি গণমাধ্যমেও গুরুত্বসহকারে প্রচার করা হয়। 

বিজ্ঞাপন

অবশেষে শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টায় বিড়ালটি খুঁজে পেয়েছেন তার মালিক এমনটি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে ‎বিড়ালটির মালিক ইয়াসিন আহমেদ সজীব আবেগজড়িত কণ্ঠে বলেন, গত ২৮ মে দুপুরে আমার বিড়ালটি বাসা থেকে হারিয়ে যায়। আশপাশের বিভিন্ন জায়গাতে খুঁজেও না পাওয়ায় বিড়ালটির সন্ধান পেতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ এলাকাজুড়ে মাইকিং করতে বাধ্য হই। বিড়ালটি খুঁজে পেতে পুরস্কারও ঘোষণা করি। আজ রাত সাড়ে ৯টায় মাইকিং শুনে মো. শাহিন নামে এক লোক বিড়ালটি আমার বাসায় এসে দিয়ে যান। বিড়ালটি আমার খুব প্রিয় ছিল। মাইকিংয়ের সময় বিড়ালটির খোঁজদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়ার কথা বলেছি, তাকে পুরস্কৃতও করেছি। আমার বিড়ালটি খুঁজে পেতে যারা যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। 

বিজ্ঞাপন

এ দিকে খোঁজদাতা মো. শাহিন বলেন, শনিবার সন্ধ্যার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে একটি ছেলেকে বক্সের মধ্যে করে বিড়ালটিকে নিয়ে যেতে দেখি। মাইকিংয়ে বিড়ালটি হারিয়ে যাওয়ার কথা শুনেছিলাম, তাই বিড়ালটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিলাম। বিড়ালটি ফিরিয়ে দিতে পেরে আমার বেশ ভালো লাগছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |