মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১ জুন) বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কে সদর উপজেলার আবাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবীর।
নিহতরা হলেন—সদরের হাজীপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন হোসেন (১৯), সদরের গজদুর্বা গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান হোসেন (২২) ও সদরের কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল মোল্লার ছেলে সাদিম মোল্লা (২৪)।
মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মো. আলী সাজ্জাদ বলেন, বিকেলে ঢাকামুখী দ্রুতি পরিবহনের একটি বাসের সংগে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর আরোহী জিসান হোসেনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে মৃত্যু হয়।
এ বিষয়ে মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবীর বলেন, নিহত ও আহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাগুরা হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ব্যাপারে তারা সদর থানায় মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমকে-টি