ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত 

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০১ জুন ২০২৫ , ১১:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (১ জুন) বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কে সদর উপজেলার আবাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবীর।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—সদরের হাজীপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন হোসেন (১৯), সদরের গজদুর্বা গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান হোসেন (২২) ও সদরের কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল মোল্লার ছেলে সাদিম মোল্লা (২৪)।
 
মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মো. আলী সাজ্জাদ বলেন, বিকেলে ঢাকামুখী দ্রুতি পরিবহনের একটি বাসের সংগে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর আরোহী জিসান হোসেনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে মৃত্যু হয়।
 
এ বিষয়ে মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবীর বলেন, নিহত ও আহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাগুরা হাসপাতালে নিয়ে যায়। 

তিনি আরও বলেন, এ ব্যাপারে তারা সদর থানায় মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |