চট্টগ্রামের পটিয়ায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল গফুর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
নিহত গফুর ওই এলাকার ফৌজদার বাড়ির আব্দুল হাকিমের ছেলে।
নিহতের প্রতিবেশী আবুল হাসনাত ফিরোজ জানান, আবদুল গফুর পেশায় কৃষক। রোববার সকালে বাড়ির অদূরে বিলের পানিতে জাল পেতে মাছ ধরতে যান তিনি। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে আহত হয়ে কোমর সমান পানিতে ভেসে উঠেন। এর কিছুক্ষণ পর প্রতিবেশীরা সেখানে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ হতে কেউ আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা করা হবে।
আরটিভি/এমকে