ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

টানা বৃষ্টিতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৪:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারও বেড়েছে পানি। আর এতে উৎপাদন বেড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রে। গত কয়েকদিনের বৃষ্টিতে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে ১১৫ মেগাওয়াট। এতে বর্তমানে এই কেন্দ্রটিতে ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট চালু রেখে ১৫৫ মেগাওয়াট উৎপাদন হচ্ছে। এতোদিন পানি স্বল্পতায় একটি ইউনিট চালু রেখে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত অত্র কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট হতে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তৎমধ্যে ১ নম্বর ইউনিট হতে ৪০ মেগাওয়াট, ২ নম্বর ইউনিট হতে ৪০ মেগাওয়াট, ৪ নম্বর মেগাওয়াট হতে ৪০ মেগাওয়াট ও ৫ নম্বর মেগাওয়াট হতে ৩৫ মেগাওয়াটসহ সর্বমোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩ নম্বর ইউনিট বন্ধ রয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এতদিন কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে শুধুমাত্র একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত শনিবার ২টি ইউনিট এবং রোববার আরও একটি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি বেড়ে গেলে আমরা বাকি একটি ইউনিটও চালু করতে পারবো।

জলবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুম সূত্র জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ৮৬ দশমিক ৬৭ এমএসএল (মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৭৬ দশমিক ২৬ এমএসএল। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |