কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের বাড়ির সামনে ঝটিকা মিছিল করার অভিযোগে ১০ জন মাটিকাটা শ্রমিককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার (১ জুন) বিকেলে শহরের পিটিআই রোডে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনা ঘটে।
কুষ্টিয়ার গোয়েন্দা শাখার তথ্য থেকে জানা গেছে, সকালে মোটরসাইকেলে মাস্ক পরে শহরের ছয় রাস্তার মোড় থেকে ১০ জন দিনমজুরকে কাজ দেওয়ার নামে ভাড়া করে নিয়ে যাওয়া হয়।
এদিকে এক সিসি টিভি ফুটেজে দেখা যায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের পিটিআই রোডের বাসার সামনে মসজিদের গলিতে ওই দিন মজুরদের নিয়ে যাওয়া হয়েছে। তাদের হাতে ঝুড়ি ও কোদাল ছিল।
দিনমজুররা জানান, ৬০০ টাকা দিন হাজিরা দেওয়ার কথা বলে দুজন তাদের ভাড়া করে। তিন ট্রাক বালি ফেলা কাজের চুক্তিতে নিয়ে যান। এরপর কৌশলে কুষ্টিয়া শহর যুবলীগের ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ স্লোগানে মিছিল করায় তারা।
ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং কয়েকজন দিনমজুরকে আটক করে। তবে পালিয়ে যায় যুবলীগ নেতা সজিবসহ বাকি মুখোশধারী কর্মীরা।
মিছিল থেকে শ্রমিকদের আটকের বিষয়টি কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন নিশ্চিত করেন। তিনি বলেন, যাদের আটক করা হয়েছে, তাদের ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।
আরটিভি/ এমএ