চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টা পর এক হাজতি মারা গেছেন। পরিবারের দাবি, শারীরিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়।
গ্রামবাসীরা জানান, দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মৃত আকবর আলির ছেলে মহিরুল ইসলাম (৪২) কোটচাঁদপুর শ্বশুরবাড়িতে থাকতেন। দীর্ঘদিন পর শশুরবাড়ি থেকে রোববার (১ জুন) সকালে নিজ গ্রামেরবাড়ি আসার পরপরই দর্শনা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
নিহতের ভাতিজা সাইদুর রহমান জানান, এটা অস্বাভাবিক মৃত্যু। যখন পুলিশ আমার ছোট চাচাকে আটক করে তখন তিনি সুস্থ ছিলেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু খবর শুনে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। বিষয়টি তদন্ত হওয়া দরকার।
এ বিষয়ে দর্শনা থানার ওসি শহিদ তিতুমির জানান, মহিরুলের নামে মাদক মামলার একটি ওয়ারেন্ট ছিল, তাই দর্শনা থানার এস আই রেজাউল হোসেন তাকে আটক করে আনার পর বেলা সাড়ে ১১টার দিকে কোট হাজতে চালান করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার ফখর উদ্দিন বলেন, কোট হাজত থেকে রোববার বিকেল ৫টায় আসামিকে জমা দিলে পরদিন সোমবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএ-টি