ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু, পরিবারের দাবি অস্বাভাবিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৯:৪৮ পিএম


loading/img
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টা পর এক হাজতি মারা গেছেন। পরিবারের দাবি, শারীরিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়।

গ্রামবাসীরা জানান, দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মৃত আকবর আলির ছেলে মহিরুল ইসলাম (৪২) কোটচাঁদপুর শ্বশুরবাড়িতে থাকতেন। দীর্ঘদিন পর শশুরবাড়ি থেকে রোববার (১ জুন) সকালে নিজ গ্রামেরবাড়ি আসার পরপরই দর্শনা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

নিহতের ভাতিজা সাইদুর রহমান জানান, এটা অস্বাভাবিক মৃত্যু। যখন পুলিশ আমার ছোট চাচাকে আটক করে তখন তিনি সুস্থ ছিলেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু খবর শুনে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। বিষয়টি তদন্ত হওয়া দরকার।

এ বিষয়ে দর্শনা থানার ওসি শহিদ তিতুমির জানান, মহিরুলের নামে মাদক মামলার একটি ওয়ারেন্ট ছিল, তাই দর্শনা থানার এস আই রেজাউল হোসেন তাকে আটক করে আনার পর বেলা সাড়ে ১১টার দিকে কোট হাজতে চালান করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার ফখর উদ্দিন বলেন, কোট হাজত থেকে রোববার বিকেল ৫টায় আসামিকে জমা দিলে পরদিন সোমবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |