ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

দোহারে দুই তরুণীসহ তিন মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার (ঢাকা দক্ষিণ), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ০২:৩৩ এএম


loading/img
দোহারে তিন মাদকসেবীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  ছবি: সংগৃহীত

ঢাকার দোহারে তিন মাদকসেবীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নিকড়া গ্রামের বাচ্চু শেখের মেয়ে বিথী আক্তার, চর জয়পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে রায়হান এবং বটিয়া গ্রামের রহিম খন্দকারের মেয়ে শারমিন আক্তার বন্যা।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, তিনজনকেই মাদক সেবনের সময় রাইপাড়া ইউনিয়নের বড় ইকরাশী এলাকা থেকে আটক করে দোহার থানা পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তদেরকে সাজা দেয়া হয়েছে। 

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় দোহার থানা পুলিশ। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |