ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মৃত্যুর ১০ মাস পর আ.লীগ নেতার লাশ উত্তোলন

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ০৭:১২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে মৃত্যুর ১০ মাস পর আদালতের নির্দেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সূচিপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের মরদেহ কবর থেকে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নে পারিবারিক কবরস্থান থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার থানা পুলিশের সহযোগিতায় এই মরদেহ তোলা হয়। এর আগে, গত বছরের ৫ আগস্ট গভীর রাতে বাড়ির পাশের ডোবার পানি থেকে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের মরদেহ উদ্ধার করা হয়।

তার মৃত্যুর ৬ মাস পর গত ৪ ফেব্রুয়ারি স্ত্রী ফাতেমা কামাল বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

মামলার বাদী সাংবাদিকদের বলেন, তার স্বামীর মৃত্যুর প্রকৃত কারণ জানতেই আইনের আশ্রয় নিয়েছেন। মোস্তফা কামাল মজুমদারের ভাই হুমায়ুন কবির মজুমদার বলেন, কাউকে হয়রানি করতে নয়—ঘটনার রাতে ভাই কিভাবে ডোবায় মারা গেলেন তা খতিয়ে দেখার জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যমকে জানান, মৃত চেয়ারম্যান মোস্তফা কামালের স্ত্রীর করা মামলা ও আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, আদালতের নির্দেশে সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের লাশ উত্তোলন করে ফরেনসিক পরীক্ষার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |