কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ১

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

সোমবার, ০৯ জুন ২০২৫ , ১০:১৫ এএম


কুড়িগ্রামে সেনাবাহিনীর  অভিযান, মাদকসহ আটক ১
ছবি: আরটিভি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খালিদ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর একটি দল অংশগ্রহণ করে এবং একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানকালে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

মাদকের মধ্যে ছিল ১৪০ বোতল স্কাফ, ৫ বোতল ফেনসিডিল, ২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা। এ ছাড়া নগদ ২২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

এ সময় ঘটনাস্থল থেকে মো. এনামুল হক (৪০) নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক এনামুল জয়কুমর গ্রামের  আহমদ আলির ছেলে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আটক এনামুলের বিরুদ্ধে মামলার পরবর্তী কাযক্রমের জন্য রাতেই রাজারহাট থানা পুলিশে সোপদ করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনী জনগণকে সচেতন থাকার এবং সন্দেহভাজন মাদককারবারি সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে রাজারহাট  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দিয়ে আসামিকে আজ সোমবার আদালতে প্রেরণ করা হচ্ছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission