ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

জমি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ১১:১৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে মইনুদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই জামিল হোসেন (৩৫)।

বিজ্ঞাপন

সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মইনুদ্দিন নুরপুর ডাকাতিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে মইনুদ্দিন ও জামির হোসেনকে তাদের চাচাতো ভাই আশিক কথা কাটাকাটির একপর্যায়ে তার হাতে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জামিল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক। ঘটনার পর থেকে ঘাতক আশিক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |