ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

কর্মস্থলে ফেরত যাওয়া ট্রেন যাত্রীদের সেবায় স্কাউটস সদস্যরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৭:০৩ পিএম


loading/img

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরত যাওয়া ট্রেন যাত্রীদের সেবা প্রদানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জেলার স্কাউট ও রোভার সদস্যরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী যাত্রীদেরকে ট্রেনে আরোহণ ও মালামাল উঠানো-নামানোসহ বিভিন্ন সেবা প্রদান করে চলেছে স্কাউট সদস্যরা। 

বাংলাদেশ স্কাউটস আখাউড়া রেলওয়ে জেলার সদস্যরা দিন ব্যাপী ঈদ যাত্রী সেবার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় গুলোতে তারা ভ্রমণকারী যাত্রীদের ট্রেনে উঠা-নামায় সহযোগিতা, যাত্রীদের সুপেয় পানি পানের ব্যবস্থা এবং ষ্টেশন চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। এসব মানবিক সেবামূলক কাজে বিভিন্ন স্কাউট গ্রুপের ৩০/৩৫ জন সদস্য অংশ নেয়।

বিজ্ঞাপন

জেলা স্কাউট সূত্রে জানা যায়, ঈদুল আযহার ছুটি শেষে আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন হয়ে অসংখ্য ট্রেন যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। যার ফলে ষ্টেশনে প্রচুর ভিড় হয়ে থাকে। তাই নির্দিষ্ট ট্রেন ও ট্রেনের বগি খোঁজে পাওয়া এবং নারী ও শিশুদের নিয়ে ট্রেনে উঠতে যাত্রীদের অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়। এই বিড়ম্বনায় যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ স্কাউটস আখাউড়া রেলওয়ে জেলা স্কাউট দিনব্যাপী ঈদ যাত্রী সেবা কার্যক্রমের উদ্যোগ নেয়। কার্যক্রমে সূর্য সৈনিক, অগ্নিবীণা, দিগন্ত, এবং হলিচাইল্ড রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ও রোভার এবং কর্মকর্তারা অংশ নেয়। এ সময় যাত্রী সেবার পাশাপাশি অনলাইন টিকেটের রেজিস্ট্রেশন ও করে দেওয়া হয়।

মানবিক সেবা কার্যক্রমের সময়ে অন্যান্যদের মধ্যে রেলওয়ে জেলা সহসভাপতি ও স্টেশন সুপারিনটেনডেন্ট জনাব মো. নূর নবী, সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকির (ওসি) মো জাহাঙ্গীর আলম, সহসভাপতি আশারুল ইসলাম, রেলওয়ে জেলা স্কাউটের সম্পাদক সম্রাট খাদেম, সাবেক সম্পাদক আহসান কবির লিটন,সাবেক কমিশনার হান্নান খাদেম,আখাউড়া রেলওয়ে জেলার কোষাধ্যক্ষ সেলিম খাদেম, আকতারুজজামান রানা যুগ্ম সম্পাদক এবং আখাউড়া রেলওয়ে জেলার গ্রুপের রোভার ও স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |