ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

লঞ্চঘাটে পা পিছলে ধলেশ্বরীতে পড়ে যুবক নিখোঁজ 

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৪:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পা পিছলে লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। রোববার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

নিখোঁজ মো. লোকমান হোসেন (২৮) পেশায় রাজমিস্ত্রী। তিনি ভোলার তজুমউদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, ঈদ উদযাপন শেষে ‘ফারহান-৩’ নামের একটি লঞ্চে করে স্ত্রী রিপা, চাচাতো ভাই শিহাদ ও সোহেলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন লোকমান। মুন্সীগঞ্জ লঞ্চঘাটে লঞ্চটি থামলে সফরসঙ্গী সোহেলকে নামিয়ে দিতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান লোকমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি তখন ঘাটে ভিড়ানো ছিল। সোহেল নামে একজনকে লোকমান পেছন থেকে সহায়তা করছিল। ঠিক তখনই তার পা পিছলে যায় এবং সে নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পরপরই নিখোঁজ লোকমানকে উদ্ধারের জন্য ৯৯৯-এ কল করা হয়। পরে ভোর থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশ। সোমবার বেলা ১১টা পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ায় স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, সকাল থেকে নিখোঁজের সন্ধানে ডুবুরি দল কাজ করছে। উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |