ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বগুড়ায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৪:৩৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

বগুড়ায় বিদেশি পিস্তল, গুলি এবং ম্যাগাজিনসহ আবদুর রহিম (৪৬) নামে একজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবদুর রহিম নিশিন্দারা চকরপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। রোববার দিবাগত রাত ২টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় আবদুর রহিমের নিজবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি বগুড়ার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।

জানা যায়, বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি টিম এ অভিযান পরিচালনা করে এবং অভিযানে ২ রাউন্ড তাজা গুলিও উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিবি বগুড়ার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, তার নেতৃত্বে এসআই আরিফুল রহমানসহ ডিবির একটি টিম গোপন সংবাদের  ভিত্তিতে নিশিন্দারা চকর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে আমেরিকার তৈরি একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের শহরের কলোনীতে শাকিল হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে। 

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |