ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ঠাকুরগাঁও সীমান্তে ১ মাসে ৭২ জনকে পুশইন

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৫:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে আবারও ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে গত ১ মাসে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৭২ জনকে পুশইন করল বিএসএফ। বিএসএফ এর এ অপতৎপরতা কোনো ভাবেই থামানো যাচ্ছে না। তবে বিজিবি বলছে, তারা সাধ্যমতো চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও বিজিবি সূত্রে জানান যায়, শুক্রবার (২০ জুন) ভোরে হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ। এ সময় বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু। হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত ১৪ জুন একই সীমান্ত দিয়ে ৭ শিশু, ১২ নারী ও ৪ পুরুষকে পুশইন করে বিএসএফ। এদের মধ্যে ২ জন ভারতীয় দুই নাগরিককে রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে পুশব্যাক করে বিজিবি। 

বিজ্ঞাপন

এর আগে এর আগে গত ১৭ মে একই সীমান্ত দিয়ে ৪ শিশু, ১১ নারী ও ২ পুরুষ কে পুশইন করে বিএসএফ। এদের বাড়ি যশোর, খাগড়াছড়ি, পটুয়াখালী ও ঝিনাইদহ জেলায়। গত ১০ জুন পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে ২ নারী, ৩ শিশু ও ২ পুরুষকে পুশ ইন করা হয়। ৯ জুন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে ৩ জন পুরুষ এবং ৩ জুন ফকিরগঞ্জ সীমান্ত দিয়ে ৭ শিশু, ৩ নারী ও ৩ পুরুষকে এবং ২২ মে বৈরচুনা সীমান্ত দিয়ে ২ নারীকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। 

পুশইন করা নারী শিশু ও পুরুষদের বেশির ভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা কাজের সন্ধানে ১০/১২ বছর আগে ভারতে দিল্লি ও পাঞ্জাবে যায় এবং সেখানেই বসবাস করে আসছিল। সম্প্রতি ভারতে পুলিশের হাতে ধরা পরেন তারা। ভারতীয় পুলিশ তাদের বিএসএফ এর কাছে সোপর্দ করলে বিএসএস সুযোগ বুঝে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। এখন পর্যন্ত বিএসএফ এর পুশ ইন করা ৫ জনের নামে পীরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। বাকিদের ঠিকানা যাচাই করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ৮ মে চাপসার সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জন বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি।

আরও পড়ুন

সূত্র জানান, ভারতের বিভিন্ন এলাকা থেকে লোকজন আটক করে ভারতীয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। পুশইন করার জন্য তারা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এবং হরিপুর উপজেলা বিভিন্ন সীমান্ত ব্যবহার করছে। কারণ হিসেবে সূত্র বলছে, এসব সীমান্ত এলাকা ফাঁকা এবং ফসলের মাঠ। ফাঁকা এবং ফসলের মাঠ হওয়ার কারণে সহজেই বিজিবির চোখ ফাঁকি দিয়ে তারা তাদের বাংলাদেশে ঠেলে দিতে পারছেন। এ নিয়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বিরাজ করছে।

সীমান্তবর্তী ইউনিয়ন সেনগাঁও এর চেয়ারম্যান সাইদুর রহমান জানান, বিএসএফ জোর করে লোকজন বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। পুশইন ঠেকোতে তারা বিজিবিকে সহায়তা করছেন কিন্তু বিএসএফ এর গুলির ভয়ে অনেকে এগিয়ে আসছেন না।

এ বিষয়ে বিজিবির ফকিরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বক্কর জানান, বিএসএফ এর পুশইন ঠেকাতে তারা সাধ্যমত চেষ্টা করছেন। লোকবল কম থাকার কারণে পুরোপুরি প্রতিহত করতে পারছেন না। তবে পতাকা বৈঠক করে বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। তারা আর এমনটা করবেন না বলে কথা দিয়েও কথা রাখছেন না। 

আরটিভি/এএএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |