ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৫:৪১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) বেলা ১১টায় শহরের নিরালা ঘর চাইনিজ রেস্টুরেন্টে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম সভাপতি এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বিজ্ঞাপন

অন্যান্য কর্মকর্তা হলেন- সহসভাপতি মির্জা মাসুদ রোবল (মাই টিভির জেলা প্রতিনিধি), যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা (এশিয়ান টিভি ও বাংলাবাজার পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি) কোষাধ্যক্ষ মহিউদ্দিন সুমন (বাসস, জিটিভি ও দৈনিক ভোরের আকাশের টাঙ্গাইল প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (আরটিভির টাঙ্গাইল প্রতিনিধি) এবং ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন (দৈনিক আমার দেশ পত্রিকার সখিপুর প্রতিনিধি)।

এর আগে সকালে সাধারণ সভায় সভাপতিত্ব করেন দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম। এতে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, প্রবীণ সাংবাদিক বিমান বিহারী দাস ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খান রুনু প্রমুখ। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভি ও আমার দেশের জেলা প্রতিনিধি মহব্বত হোসেন। সভায় জেলার ১২টি উপজেলায় কর্মরত প্রিন্টস ও  ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |