আমের মৌসুমে আমবাজারকে ঘিরে রাজশাহী বিভাগের কিছু এলাকায় আজ শনিবার (২১ জুন) সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে। ব্যবসায়ীদের নগদ লেনদেনের সুবিধার্থে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর, ভোলাহাট), নওগাঁ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর), রাজশাহী ও নাটোর জেলার আমবাজার সংলগ্ন শাখাগুলোতে আজ সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।
ব্যবসায়ীদের নগদ লেনদেনের চাপ সামলাতে এবং অর্থ সংরক্ষণের ঝুঁকি কমাতে ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার এসব শাখা বা উপশাখা খোলা রাখতে বলা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব বিবেচনায় নিরাপত্তা নিশ্চিত করে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।
আরটিভি/এসকে/এআর