ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ভৈরবে ট্রাক্টর চাপায় নির্মাণশ্রমিক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৫:৩৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

কিশোরগঞ্জের ভৈরবে সড়কে চলাচলে নিষিদ্ধ বালুবাহী ট্রাক্টরের চাপায় লামিম (১৯) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) সকালে পৌর এলাকার চন্ডিবের মধ্যেপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী। 

তিনি উপজেলার চন্ডিবের গ্রামের আব্দুর রহিম বেপারীর বাড়ির শাহজাহান মিয়ার পুত্র। 

বিজ্ঞাপন

খবর পেয়ে, ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিষিদ্ধ ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে যায়। এবং নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পরপরই চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, চন্ডিবের মধ্যপাড়া আব্দুর রহমান বেপারীর বাড়ির নির্মাণশ্রমিক লামিম রাস্তা দিয়ে কাজে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভৈরব থানার পুলিশের উপপরিদর্শক শক্তি মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক্টরটি আটক করি এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |