ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

শিবচরে আশরাফুল মাদারেসের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলন

আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৭:৩৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী মাদরাসা আশরাফুল মাদারেসের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ছাত্র পরিষদ গঠন করা হয়েছে।

এতে মাদরাসার সাবেক শিক্ষার্থী মুফতি আজিজুল হক শেখ সাদীকে সভাপতি ও শাহাদাৎ হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আকরাম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কাজী লোকমান হাকিম, মাস্টার হাবিবুর রহমান রতন, মাওলানা শাহ আলম তালুকদার, মাওলানা আতাউর রহমান, মাওলানা মাহফুজুল হাসান, মুফতি আব্দুল আলীম খান ও মাওলানা আব্দুল মালেক।

‎পুনর্মিলনী অনুষ্ঠানে আশরাফুল মাদারেসের শত শত সাবেক ছাত্র ও ওস্তাদরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এরপর সবাই জোহরের নামাজ আদায় করে অত্র মাদ্রাসার সাবেক বড় হুজুর মরহুম মাওলানা আব্দুর রশিদের কবর জিয়ারত করেন।

আরটিভি/এএএ

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |