‘সব নীতি আদর্শ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ১২:০৬ এএম


‘সব নীতি আদর্শ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ’

সব নীতি আদর্শ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। 

Kurigram_Islami_Andolon_Pic-03__21.06.2025

বিজ্ঞাপন

মুফতি ফয়জুল করীম বলেন, ভা‌র‌ত‌কে সঙ্গে নি‌য়ে যারা ক্ষমতায় যে‌তে চান, শুনে রাখুন স্পষ্ট বক্তব্য। বাংলা‌দে‌শের বু‌কে যারা ভার‌তের দালালি করবেন, তাদের সঙ্গে হাত এক করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদের উৎখাত করে ভারতে পাঠায় দেবে ইনশাআল্লাহ।

আগামী সংসদ নির্বাচনে ইসলামী ও সমমনা দলগুলোর ঐক্যের ইঙ্গিত দিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, সব নীতি আদর্শ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। জীবন দেব, রক্ত দেব তবু গোলামি করব না ইনশাআল্লাহ। আন্দোলন শেষ হয় নাই। এবার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হবে আল্লাহ। যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে পালাতে, ভাগাতে বাধ্য করেছিলাম, ঐক্যবদ্ধভাবে যদি রাস্তায় নামি তাহলে চাঁদাবাজদেরকেও বাংলাদেশ থেকে উৎখাত করতে সক্ষম হব।

Kurigram_Islami_Andolon_Pic-02__21.06.2025

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইসলামী দলের হাতে দেশ পরিচালনার দায়িত্ব থাকলে পুঁজিবাদী অর্থনীতির পরিবর্তে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা হবে। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে আরও গরিব করে। ইসলামী অর্থনীতি গরিবদের জন্য, সকলের জন্য।

বিজ্ঞাপন

অতীতের ক্ষমতাসীনদের সমালোচনা করে ফয়জুল করীম উপস্থিত জনতার উদ্দেশে বলেন, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয়?  খুনির মাধ্যমে খুন বন্ধ হয়? দেশকে এক নম্বর বানাতে চান? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। আমরা বাংলাদেশকে গড়বো, আমরা উন্নয়ন করবো। আমরা মা-বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবো। যেখানে অধিকার থাকবে সকল শ্রেণি-পেশার ও বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের। থাকবে না কোনো বৈষম্য।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত‌্যার বিচার এবং সংখ‌্যানুপা‌তিক (‌পিআর) পদ্ধ‌তি‌তে সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচ‌নের দা‌বি‌তে এ গণসমা‌বেশ আয়োজন করে দলটি। সমাবেশ থেকে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মুফতি ফয়জুল করীম।

Kurigram_Islami_Andolon_Pic-01__21.06.2025

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামী ও এনসিপির জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন। দ‌ল‌টির জেলা সভাপ‌তি শাহজাহান মিয়া সমাবেশে সভাপ‌তিত্ব করেন।

সন্ধ্যার আগে শেষ হওয়া সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪টি নির্বাচনী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির নায়েবে আমির। এ সময় ঐক্যবদ্ধভাবে সকলকে হাতপাখা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান মুফতি ফয়জুল করীম।

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে আলহাজ হারিছুল বারী রনি, কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নূর বখত, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ডা. মো. আক্কাস আলী সরকার এবং কুড়িগ্রাম-৪ (চিলমারী,রৌমারী ও রাজিবপুর) আসনে সহকারী অধ্যাপক হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission