ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এবি পার্টির নেতা

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ১২:৫৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আব্দুল কাদের (৫৫) নামে এবি পার্টির নেতার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) বিকেলে সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

আব্দুল কাদের এবি পার্টির জেলা কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন।

বিজ্ঞাপন

তিনি সাতক্ষীরার ডাংগীপাড়া এলাকার ইসহাক আলী মাস্টারের ছেলে।

এবি পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব আলমগীর হুসাইন বলেন, এবি পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সভায় বক্তৃতাকালে বুকে ব্যথা অনুভব করেন আব্দুল কাদের। সঙ্গে সঙ্গে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |