১৮ কোটি জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শনিবার (২১ জুন) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।
হান্নান মাসউদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে একটি সুস্পষ্ট না। এই দেশ কোনো পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয় যে, তারা ইচ্ছেমতো শাসন ও শোষণ করবে। এখন থেকে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে ১৮ কোটি জনগণ, কোনো বিশেষ পরিবার নয়।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে, তারা এখন পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারেনি। বরং বারবার নিপীড়নকারীদের কাছে আত্মসমর্পণ করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, সেখানে পরিকল্পিতভাবে রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করে রাখা হয়েছে। এখনই যদি জনগণ প্রতিবাদ না করে, তাহলে আগামী নির্বাচনে ভোটাধিকারও হারাতে হতে পারে। ভোটকেন্দ্রে গিয়ে হয়তো আর কাউকে ভোট দিতেই দেওয়া হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক সজিব সরকার, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মোছাব্বির হোসেন এবং জাতীয় যুবশক্তির সংগঠক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
আরটিভি/এমকে