ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কুমিল্লায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২২ জুন ২০২৫ , ০৯:৪৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং  উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

আবুল কাশেম ওমানী দেবিদ্বার পৌর সদরের মৃত মোহাব্বত আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির (১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২১দিন পর সে মারা যায়। আমিনুল ইসলাম সাব্বির দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত. আলমগীর হোসেনের ছেলে। ওই ঘটনায় নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনসহ ২৪৯ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, আবুল কাশেম ওমানী নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলা ৫নং এজহারভুক্ত আসামী। ৫ আগস্টের পর আবুল কাশেম ওমানী কুমিল্লা নগরীতে আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যায় তাকে ডিবি পুলিশের একটি দল আটক করেছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে আদালতে সোপর্দ করা হবে। 

কুমিল্লা ডিবির ওসি মো. আব্দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ছাতিপট্রি এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কাশেম ওমানীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |