বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, অসংখ্য তাজাপ্রাণ আর রক্তের বিনিময়ে দেশ আজ মুক্ত। বিএনপি সাধারণ জনগণের দল, বাংলার সাধারণ জনগণ আমাদের দিকেই তাকিয়ে আছে। আমাদের ওপর তাদের অনেক আস্থা, কাজেই তাদের আস্থা ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, দলের নাম ভাঙ্গিয়ে যারা আজ অন্যায়-অত্যাচার, লুটপাট, অন্যের সম্পদ দখল ও চাঁদাবাজি করছে তাদেরকে প্রতিহত করতেই হবে। কেননা, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো দল নেই তাদেরকে প্রতিহত করতেই হবে।
শনিবার (২১ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ৯ জুন নিশ্চিতপুর বাজারে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে সন্ত্রাসী হামলায় প্রতিবাদে নিশ্চিতপুর কলেজ মাঠে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার।
এ সময় তিনি বলেন, সন্ত্রাসের রাজনীতি বিএনপি পছন্দ করেনা। কেননা, সন্ত্রাসীরা কখনো সমাজ ও রাষ্ট্রের কোন কাজে আসেনা। রাজনৈতিক কোন নেতা যদি সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের মনে রাখতে হবে। সন্ত্রাসী যারা করে তারা ব্যক্তি স্বার্থে নিজের আপনজনের বুকে ছুরি বসাতেও দ্বিধাবোধ করেনা।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুদ্দীন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সহসভাপতি আব্দুল গণি তপাদার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাশেদ জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, আব্দুল মান্নান সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরটিভি/এএএ