ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

এনসিপির ২০ সদস্যের ধামরাই উপজেলা সমন্বয় কমিটি গঠন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২২ জুন ২০২৫ , ০১:৩৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২০ সদস্যের ধামরাই উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী হলেন ইস্রাফিল খোকন। 

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে ধামরাই উপজেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করে এনসিপির দপ্তর। এ ছাড়াও আরও চারজনকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ১৫ জনকে।

বিজ্ঞাপন

কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন, নাজমুল হক, খাদেজা খানম, উজ্জল হোসেন ও মো. শাহিনুর ইসলাম।

কমিটির সদস্যরা হলেন, অধ্যাপক সামিউর রহমান, বিলকিস আক্তার, মো. মনিরুল ইসলাম, আশিকুর রহমান, আরাফাত, রাইসুল ইসলাম, রাকিব হাসান, আল আমিন, আলী আজম, মমিনুর, শফিকুল, মোহাম্মদ মিল্লাত হোসেন, উজ্জল হোসেন, কাউসার আহমেদ, সামিউল ইসলাম লিমান। 

আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটির অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |