ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

‘সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে অতীতের কলঙ্ক মুছবে পুলিশ’

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৫:১৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

এবার সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে পুলিশ অতীতের কলঙ্ক মুছবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অতিরিক্ত আইজিপি বলেন, আগামীর জাতীয় নির্বাচন হবে আমাদের অস্তিত্ব ও দেশ রক্ষার নির্বাচন। পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন। আমরা এবার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ অগাস্টের পর কয়েক দিন পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশবাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

14441100

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। তাহলে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। ৫ অগাস্টের পর পুলিশ বাহিনীর অবকাঠামো ভেঙে পড়েছিল। বর্তমানে সেটা স্বাভাবিক হয়েছে। আগের যেকোনো সময়ের চেয়ে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান ও টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |