কুমিল্লায় করোনা ও ডেঙ্গুতে মৃত্যু ২

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৮:১২ পিএম


কুমিল্লায় করোনা ও ডেঙ্গুতে মৃত্যু ২
ফাইল ছবি

কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ ছাড়াও জেলার দাউদকান্দি উপজেলা ডেঙ্গু সংক্রমণ হয়ে মারা গেছেন অপর আরেকজন। এ নিয়ে শুধু দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। 

বিজ্ঞাপন

করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।

অপরদিকে ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

বিজ্ঞাপন

করোনায় মৃত ব্যক্তি বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা। আর ডেঙ্গুতে মৃত ব্যক্তি দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রোববার (২২ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করোনায় আক্রান্ত একজন এবং ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন একজন।

চলতি মাসে মোট ৬৭টি পরীক্ষায় ১২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ১২ দশমিক ৫ শতাংশ। এ সবগুলো পরীক্ষা জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করানো হয়েছে। সরকারিভাবে এ  জেলায় এখনও করোনা পরীক্ষা শুরু হয়নি বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

এ দিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। সরকারি তথ্যমতে, চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬৪ জন। তবে বাস্তবে এ সংখ্যা পাঁচগুণেরও বেশি বলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন। এরমধ্যে মারা গেছেন ১জন।

বিজ্ঞাপন

এ নিয়ে চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলায় মারা গেছেন ৫ জন। তার মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, রোববার করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন অপর আরেকজন। আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা ও ডেঙ্গু সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission