ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

যুবলীগ নেতা মতিন সরকারকে ডিম নিক্ষেপ, শ্যালককে গণধোলাই 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ  

রোববার, ২২ জুন ২০২৫ , ০৮:২১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী সাবেক কাউন্সিলর এবং যুবলীগ নেতা মতিন সরকারকে বগুড়া জেলা জজ আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তার ওপরে ডিম নিক্ষেপ করেছে বলে জানা গেছে। পরে আদালত চত্বরে মতিন সরকারের শ্যালককে গণধোলাই দেয় জনতা।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) সকালে বগুড়া জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। 

জানা যায়, গত ২১ জুন শনিবার বগুড়া জেলা গোয়েদা শাখা ডিবির একটি টিম ঢাকার মোহাম্মদপুরের এলাকায় অভিযান চালিয়ে মতিনকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ২০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে তাকে বগুড়া জেলা জজ আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে ডিবি পুলিশের গাড়ি থেকে নামার পর পরই তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। এরপর তার ওপরে ডিম নিক্ষেপ করা হয়। পরে তার শ্যালককে গণধোলাই দেন উপস্থিত জনতা।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার বলেন, আমরা কড়া নিরাপত্তার মধ্য দিয়েই তাকে আদালতে নিয়ে যাই। আগে থেকেই আদালত চত্বরে বিপুলসংখ্যক লোক উপস্থিত ছিলেন। তারা আকস্মিক ডিম নিক্ষেপ করেন। আমরা দ্রুত মতিন সরকারকে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ হাজির করি। ডিবি পুলিশের পক্ষ থেকে মতিন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় সাত দিনের আবেদন করা হয়। আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশি পাহারায় মতিন সরকারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, আদালত চত্বরে মতিন সরকারের শ্যালক পরিচয় পেয়ে একজনকে মারধর করছিলেন কিছু মানুষ। আমরা তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছি। তার নামে মামলা রয়েছে কিনা, যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |