ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

হাতিয়ায় সংবাদ সম্মেলন করে মাছঘাটের নাম পরিবর্তন

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১০:৫৪ এএম


loading/img
ছবি: আরটিভি

নোয়াখালী হাতিয়ায় সংবাদ সম্মেলন করে মাছঘাটের নাম পরিবর্তন করেছে ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) উপজেলা সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা।
 
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ব্যবসায়ী সুমন তালুকদার বলেন, তাদের ঘাটের পূর্বের নাম ছিল ফজলুল আজিম মাছঘাট। এটি পরিবর্তন করে হাতিয়া ফিশারিজ ঘাট রাখা হয়েছে। হাতিয়ার সাবেক সংসদ প্রকৌশলী ফজলুল আজিমের নামে এই ঘাটটি দুমাস আগে উদ্বোধন করা হয়। গত দুদিন আগে এখানে আনুষ্ঠানিকভাবে মাছ বেচাকেনা শুরু করা হয়। কিন্তু ফজলুল আজিমের পক্ষ থেকে তার নামে কোন ঘাট না করার জন্য বলা হয়। ফজলুল আজিমের আপত্তির কারণে ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা করেন। নতুন নাম দেওয়া হয় হাতিয়া ফিশারিজ ঘাট। এর অবস্থান বুড়িরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সূর্যমুখী বাজারের দক্ষিণ পাড়।
 
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া ফিশারীজ ঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোমিন উল্যাহ রাসেল, সাধারণ সম্পাদক আহসান উদ্দিন, কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন, মৎস্য ব্যবসায়ী সুমন তালুকদার, রহিম উদ্দিন, শাহাব উদ্দিন, মো. ওসমান, রুবেল উদ্দিন রনি, মো. আরিফ উদ্দিনসহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |